নবীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ১১:২০ অপরাহ্ণ
নবীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সেলিম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিরু, কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ ফরহাদজুজ্জামান মুহিদ, সাবেক কমিশনার প্রানেশ দেব সহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের লোকজন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা চলবে ২৮ থেকে ৩০ মে পর্যন্ত।

