Logo

নবীগঞ্জে টমটম চুরি : পালাতে গিয়ে জনতার হাতে চোর ধরাশয়ী

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : শুক্রবার, মার্চ ৫, ২০২১

image_pdfimage_print

নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার থেকে দিনদুপুরে ব্যাটারি চালিত টমটম গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় সালমান মিয়া (২০) নামে এক চোরকে আটক করেছেন জনতা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার দুপুরে সঈদপুর বাজারে এঘটনা ঘটে। আটককৃত চোর সালমান মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের টুনু মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর দাউদপুর গ্রামের মোঃ হিসাম উদ্দিনের ছেলে টমটম চালক সালমান মিয়া ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে সড়কের পাশে টমটম রেখে পার্শ্ববর্তী চা-স্টলে যান। এ সুযোগে চোর টমটম নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার মানুষের সন্দেহ হলে তাকে আটক করেন। পরে তাকে উত্তম মাধ্যম দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই স¤্রাটের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছালে স্থানীয় জনসাধারণ পুলিশের কাছে আটককৃত চোরকে সোপর্দ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !