হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।
গতকাল নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নবীগঞ্জ উপজেলার নিশাকুঁড়ি গ্রামের সজল আহমদ খাঁ ।
অভিযোগ সূত্রে জানা যায়- নবীগঞ্জ উপজেলার নিশাকুঁড়ি গ্রামের সজল আহমদ খাঁ দীর্ঘদিন ধরে তাঁর চাচাতো প্রবাসী ভাই কাজী মাসুদ আহমদ খাঁনের মালিকানাধীন বাড়ি-ঘর,পুকুরসহ সব সম্পত্তি দেখাশোনা করে আসছেন। সম্প্রতি গত (১৬ মে) গভীর রাতে ওই গ্রামের সাবাজ মিয়া গংরা কাজী মাসুদ আহমদ খাঁনের মালিকানাধীন পুকুর থেকে জাল ফেলে রুই,কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। পরে পুকুরে সেচ মেশিন বসিয়ে জোরপূর্বক সেচ করেছে। এবিষয়ে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন সজল আহমদ খাঁ’কে প্রাণনাশের হুমকি দেয়। পরে এ ব্যাপারে প্রতিকার চেয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে তিনি।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমদ বলেন- তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।