নবীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ১:৩৬ অপরাহ্ণ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, পজীব কর্মকর্তা শাকিল আহমেদ, শিক্ষা কর্মকর্তা সাদেক খাঁন, কৃষি অফিসার মাকসুদুল আলম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ। বৃক্ষরোপন কর্মসূচিতে অর্জুন, বহেরা, নিম, চিকরাশি, জাম ইত্যাদি জাতের গাছের চারা রোপন করা হয়।