নবীগঞ্জে জাতীয় পার্টির উদ্যেগে উপজেলা দিবস পালিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২০, ৭:১২ অপরাহ্ণনবীগঞ্জে উপজেলা দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পার্টি অঙ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
জাপা নেতা নুরুল ইসলাম মহরিরের সভাপতিত্বে ও যুবসংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা হাজী সামছুল আলম, মোঃ জাবিউর রহমান, মুন্সেফ আলম, মোঃ কুদরত আলী, মোঃ আলা উদ্দিন, সাইফুল ইসলাম, ইসহাক মিয়া, যুবসংহতি নেতা আব্দুল মতিন চৌধুরী, যুবসংহতি পৌর শাখার সভাপতি নিউটন সূত্রধর সাধারণ সম্পাদক নুর মিয়া, যুবনেতা রুমান আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ ইসলাম জনি, ছাত্রসমাজের আহবায়ক স্বপন চৌধুরী সদস্য সচিব নিয়ামুল করিম অপু, যুবনেতা বিবাশ সুত্রধর ছাত্রনেতা সাজ্জাদুর রহমান তালুকদার, ছাত্রনেতা মোঃ মুস্তাকিম হাসান জামী, প্রমুখ।
এ সময় বক্তারা পল্লীবন্ধু এরশাদের যুগান্তকারী সিদ্ধান্ত উপজেলা প্রতিষ্টার কথা স্বরন করেন। পাশাপাশি উপজেলা কার্যকারিতা বৃদ্ধির জন্য সরকারের কাছে জোড় দাবি জানান।