নবীগঞ্জে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২০, ৫:০৮ অপরাহ্ণ

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও ইউপি সদস্য দুলাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা প্রত্যাহারে দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার সকল জনপ্রতিনিধিবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উপজেলার সর্বস্থরের প্রতিনিধিদের ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আব্দুল মোহিত চৌধুরী,নজরুল ইসলাম,সত্যজিৎ দাস, বজলুর রশীদ,আবু সাঈদ এওলা, ছাইম উদ্দিন, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমূখ। এছাড়া উক্ত মানববন্ধনে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও ইউপি সদস্য দুলাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা প্রত্যাহারে দাবী জানান একই সাথে দায়েরকৃত মিথ্যা মামলার বাদী মৌসুমী আক্তার ও তার স্বামী মুহিবুর রহমানকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। অন্যতায় উপজেলার সকল জনপ্রতিনিধিদের নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

