নবীগঞ্জে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্টের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলায় গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার নবীগঞ্জের খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় বিভিন্ন গ্রামের ১৩০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্যাকেটে বিভিন্ন ধরণের ১৪টি আইটেমের মাধ্যমে প্রতিটি প্যাকেট প্রস্তুত করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি আবু ইউসুফ চৌধুরী, নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক মেম্বার হারুন মিয়াসহ আরো অনেকেই। ঈদ উল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। অন্যদিকে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের মাধ্যমে দেশের অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত নেতৃবৃন্দ। আগামীদিনেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা তাদের।

