Logo

নবীগঞ্জে কৃষি পণ্য বিক্রির রশিদ ও মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : রবিবার, আগস্ট ২৮, ২০২২

image_pdfimage_print

কৃষি পণ্য বিক্রির রশিদ প্রদান না করা ও সারের মূল্য তালিকা না থাকায় নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।

রবিবার (২৮ আগস্ট) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে এম মাকসুদুল আলম, নবীগঞ্জ থানার এসআই’র নেতৃত্বে একদল পুলিশ সহযোগীতা করে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কৃষি দ্রব্য পণ্য বিক্রির রশিদ প্রদান না করা ও সারের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী মেসার্স আলী স্টোরকে ৩ হাজার টাকা, মাস্টার ট্রেডার্সকে ১৫শ টাকা, জি আর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন- অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে এবং রশিদ ছাড়া সার বিক্রয় না করতে এবং মূল্য তালিকা রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !