নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিক নিখোঁজ !

জুয়েল আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. গোলাম রাব্বি (৩২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. গোলাম রাব্বি (৩২) বরগুনা জেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় ওয়াহিদ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠান নিয়ম নীতির তোয়াক্কা না করব কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে আসছে।
এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা ভাড়া নেয়া হয়েছিল। ওই নৌকার শ্রমিক হিসেবে গোলাম রাব্বি কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে কাজ চলাকালে নৌকার নিচের অংশে ফাটল দেখা দেয়। পরে গোলাম রাব্বি নৌকা মেরামতের জন্য নদীতে নামলে প্রবল স্রোতে তলিয়ে যান এবং আর উঠে আসেননি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মী মো. ফখরুল ইসলাম জানান, “অন্ধকারের কারণে অভিযান বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু করা হবে।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।”
উল্লেখ্য- দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন চলছে প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, আর এর শিকার হচ্ছেন শ্রমিকরা। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর উভয় তীরে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে কুশিয়ারা নদীর উভয় তীরে নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধ।

