নবীগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হিরা মিয়া গার্লস হাই স্কুলে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মোট ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে—এর মধ্যে ছাত্র ১৬০ জন ও ছাত্রী ২৬০ জন। কেন্দ্রটির পরিচালক ছিলেন আব্দুল লতিফ মাছুম, সহকারী কেন্দ্র পরিচালক মাছুম আহমেদ।
অন্যদিকে, হিরা মিয়া গার্লস হাই স্কুল কেন্দ্রে অংশ নেয় মোট ৫৫৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ছেলে ২৪০ জন এবং মেয়ে ৩১৫ জন। কেন্দ্রটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মো. জুবায়ের আহমেদ, সহকারী পরিচালক ছিলেন সাজু আহমেদ।
পরীক্ষা চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনা তদারকি করেন।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার চেয়ারম্যান হোসাইন আহমেদ জানান, জেলার সর্ববৃহৎ এই মেধাবৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করা। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে কিশোরকণ্ঠের এ উদ্যোগ জেলার শিক্ষা অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করছে।”
পরীক্ষা শেষে আয়োজকরা জানান, মূল্যায়ন শেষে যোগ্য শিক্ষার্থীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে এবং পরে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদ প্রদান করা হবে।




