নবীগঞ্জে করোনায় ইউনিয়ন ভূমি সহকারির মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২১, ৪:০৬ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিষ্ণু পদ ভট্টাচার্য (৫২) নামে এক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষ্ণু পদ ভট্টাচার্যের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
বিষ্ণু পদ ভট্টাচার্য চুনারুঘাট উপজেলার পূর্ব বড়াইল গ্রামের শ্রী নিবাস ভট্টাচার্যর ছেলে। তিনি বিগত ৩ বছর ধরে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত (২ সেপ্টম্বর) করোনা টেস্ট করান বিষ্ণু পদ ভট্টাচার্য। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষ্ণু পদ ভট্টাচার্যের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার পূর্ব বড়াইল গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, বিষ্ণু পদ ভট্টাচার্য নবীগঞ্জ সদর ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা রাজস্ব পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি।

