নবীগঞ্জে এসডিজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২০, ৭:০৩ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন (এসডিজি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(২৮) নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় নবীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত কর্মশালার অনলাইনে শুভ উদ্ভোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংগ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। এ উদ্যেশ্যকে সম্মুখে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর অর্থায়নে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বরে ১দিন ব্যাপি এ কর্মশালায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। উক্ত কর্মশালায় অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও কি নোট পেপার উপস্থাপনা করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইশরাত, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, হবিগঞ্জের সহকারী কমিশনার আনিসুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের সাধারন শাখার সহকারী কমিশনার আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার শাহ জুয়েল হোসেন প্রমুখ।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, পৌর মেয়র, ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিববৃন্দ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতিসহ ১০টি গ্রুোপে ৫০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। এ সময় প্রশিক্ষনার্থী প্রত্যেক গ্রুোপ থেকে নবীগঞ্জ উপজেলার উন্নয়নের বিভিন্ন কর্মপরিকল্পনা নেয়া হয়।