নবীগঞ্জে এবার শিক্ষকের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২০, ৭:৪৮ পূর্বাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এবার প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।
শুক্রবার (০৫জুন) রাত ১০ টায় তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ উপজেলায় করোনায় আক্রান্ত প্রথম শিক্ষক তিনি। এ নিয়ে নবীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২৫ জন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র ষ্টাফ নার্সের স্বামী এবং পেশায় তিনি একজন শিক্ষক। সূত্র মতে তিনি- উপজেলার রুদ্র গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তথ্যটি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, আক্রান্ত শিক্ষককে তার বাসায় আইসোলেশনে রেখেই চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।