নবীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪১ অপরাহ্ণনবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খুব খা(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছর, ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন।
জানা যায়, গতকাল সোমবার রাতে খুব খা(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯পিস ইয়াবা ও গাজা,মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করে স্থানীয় যুবসমাজ। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ তাকে আটক করে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১বছর ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে “জাগো নিউজ” কে -বলেন, সরকারের সাথে জনগণ তথা তরুণপ্রজন্ম যদি মাদকের বিরুদ্ধে এমন সাহসী হতে পারে তাহলে সমাজ থেকে অচিরেই মাদকের কড়াল আগ্রাসন বন্ধ করা যাবে। মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত নবীগঞ্জ গড়ে তোলা সম্ভব।