Logo

নবীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত

করেসপন্ডেন্ট,নবীগঞ্জ / ২৪২ বার পঠিত
জাগো নিউজ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

নবীগঞ্জ উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে গোপলা নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়

মৎস্য দপ্তর কতৃক বাস্তবায়িত রাজস্ব কর্মসূচির অর্থায়নে পরিচালিত ও নবীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পোনামাছ অবমুক্ত করেন হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
পরে উপজেলা সদরের পারুয়া বিল, থানা পুকুরসহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মোট ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খরছু, নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমূখ।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !