ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় আজিজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ মিয়া উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে ঈদের কেনাকাটা করতে আসেন আজিজ মিয়া। মহাসড়ক পারাপর হওয়ার সময় সিলেট থেকে মাধবপুরগামী একটি কোম্পানির কাভার্ডভ্যান আজিজ মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এসময় প্রায় আধাঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।