Logo
শিরোনাম :
গাবদেব ক্রিকেট টুর্নামেন্টে পানিউমদা বিজয় ক্লাব চ্যাম্পিয়ন চুনারুঘাটে ‘অভাবে’ স্ত্রী ও বড় ছেলেকে হত্যার পর নিজেও ঝুললেন ফাঁসিতে নবীগঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে ইফতারসামগ্রী পৌঁছে দিলো ইউএসও দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী

নবীগঞ্জে ইয়াওর মিয়া চৌধুরী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ
জাগো নিউজ : শুক্রবার, জানুয়ারি ২২, ২০২১

image_pdfimage_print

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর বড় বাড়ির মৌলানা শুয়াইব আহমদ চৌধুরীর পিতা বিশিষ্ট সালিশ বিচারকন ও দানশীল ব্যক্তিত্ব ইয়াওর মিয়া চৌধুরীর স্মরণে মরহুমের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মরহুম ইয়াওর মিয়া চৌধুরী শুধু শেরপুরের নন, তিনি ছিলেন নবীগঞ্জ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব এবং এক জন ন্যায় পরায়ন বিশিষ্ট সালিশ বিচারক।

তিনি তার জীবদ্দশায় অসংখ্য বিচার সালিশ করে গেছেন, কোন দিনও তার উপর কোন মানুষ রায় ঘোষণার পর বিরক্তবোধ করেননি। এটা ছিল এক জন বিচারক হিসেবে তার জীরনের সবচেয়ে বড় পাওনা। বক্তারা আরো বলেন, তিনি শুধু সালিশ বিচারকই ছিলেন না তিনি ছিলেন একাধারে দানশীল ও শিক্ষানুরাগী।

তিনি এলাকায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্টার পাশাপাশি এলাকার শিক্ষার উন্নয়নে অনেক কাজ করে গেছেন। তার গুনাবলীর কাজ সামান্য সময়ে বলে শেষ করার মতো নয়।

২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে আলোর পথে ঐক্য পরিষদের উদ্দ্যেগে শেরপুর বাজারের পার্শ্ববর্তী মাঠে শেরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ আম্বর আলীর সভাপতিত্বে এবং মইনুল ইসলাম উজ্জল ও মোস্তাকিম আমিনের যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া,সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,গলমুকাপন মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা ইমাম উদ্দিন মৌলানা রুহুল আমিন, করগাও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন,উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারন সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদার প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ খালেদ সাইফুল্লাহ খান,বিশিষ্ট মুরব্বী তাহের মিয়া, ফরিদ মিয়া,নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মুফতি ফয়সল তালুকদার,উপাধ্যক্ষ নুরুল আমিন,অধ্যাপক মুস্তাহিদ উদ্দিন,পৌর কাউন্সিলর যুবরাজ গোপ,সাবেক কাউন্সিলর রিজভী আহমদ খালেদ,পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী,শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া,শিক্ষক মুহিবুর রহমান চৌধুরী নোমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি চৌধুরী, মৌলানা বজলুল রহমান চৌধুরী, হাজ্বী শাহ এমরান,হাফেজ শাহ আতহার, মাওলানা ওয়াজিদ আলী, মৌলানা মুহিবুর রহমান, সাবেক মেম্বার মৌলানা শামসুল ইসলাম নুরী, মেম্বার কাজল মিয়া,মাজাদ মিয়া, আলী হোসেন, জহুরুল ইসলাম চৌধুরী প্রমূখ। সংগঠনের পক্ষে মুল বক্তব্য পাঠ করেন মাহমুদুর রহমান নুরী। সভায় মোনাজাত করেন, ক্বারী মঈনুল ইসলাম উজ্বল। অনুষ্টানের শুরুতে আলোর পথে ঐক্য পরিষদের উদ্যোগে ও মুতিউল মুরসালীন এর সম্পাদনায় বিশিষ্ট সালিশ বিচারক, ও দানশীল ব্যক্তিত্ব মরহুম ইয়াওর মিয়া চৌধুরী স্মরণে স্মরক গ্রন্থ “যে জীবন মানুষের” মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্টানে সংগীত পরিবেশন করেন, সিলেটের বিশিষ্ট শিল্পী মীম হাবিব,মিজানুল হক,আব্দুস শহীদ। স্নরন সভায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !