নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নির্বাচনী পথসভা শেষে সমাবেশস্থলের পাশেই পেট্রোল বোমা বিস্ফোরণ হয়েছে।
এঘটনায় আহত হয়েছেন ৩ জন । নিরাপত্তার স্বার্থে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শহরের অবস্থান করছে।
রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ শরতলীর প্রাণকেন্দ্র নতুন বাজার মোড়ের গোল চত্বরে এ ঘটনাটি ঘটে। পেট্রোল বোমা বিস্ফোরণ হওয়ার পর শহরজুড়ে আতংক বিরাজ করছে।
আহতরা হলেন- পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেব গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২), প্রজাতপুর গ্রামের হোসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)।
সূত্রে জানা যায়- নবীগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর (নৌকা) প্রতীকের সমর্থনে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল।
এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সভা স্থল ত্যাগ করার পর ও পথসভা শেষ হওয়ার সাথে সাথেই নতুন বাজার গোল চত্বর মোড়ে বিকট আওয়াজে ১টি পেট্রোল বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে সাধারন মানুষ আতংকে দিকবিদিক ছুটাছুটি করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ১টি পেট্রোল বোমা জব্দ করেন ও বিস্ফোরিত ১ পেট্রোল বোমার আলামত উদ্ধার করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় ১ টি পেট্রোল বোমা ও বিস্ফরিত ১টি পেট্রোল বোমার আলামত জব্দ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ট নির্বাচন সম্পনের জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।