নবীগঞ্জে আম গাছ থেকে পিকআপ ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২১, ৬:০৫ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় খালেদ মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ মে) দুপুরে নবীগঞ্জ পৌরসভার গন্ধ্যা গ্রামের বাড়ির পাশ্বে আম গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। খালেদ মিয়া পৌর এলাকার গন্ধ্যা গ্রামের লেচু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে বাড়ির পাশ্ববর্তী আম গাছের ডালের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় খালেদ মিয়ার লাশ দেখতে পান স্থানীয়রা ।
পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ খালেদ মিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

