নবীগঞ্জে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে জার্সি বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ১০:৩৩ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া সিক্সটিন ক্লাব ও পৌর এলাকার পশ্চিম তিমিরপুর তালুকদার স্পোর্টিং ক্লাবের মধ্যে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই সেট খেলার পোশাক (জার্সি) বিতরণ করা হয়েছে।
আজ দুইদলের অধিনায়কের হাতে জার্সি প্রদান করা হয়। জার্সি বিতরণকালে উপস্থিত ছিলেন তান্নি ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ ফজলু মিয়া, শাখোয়া সিক্সটিন ক্লাবের অধিনায়ক এস পি পাবেল আহম্মদ, তালুকদার স্পোর্টিং ক্লাবের সমন্নয়ক মিজান খান,তালুকদার স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন সুহেল আহমেদ, ইমন আহমদসহ আরো অনেকেই।