নবীগঞ্জে আনজুমানে তালামিযে ইসলামিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২০, ৯:০৮ অপরাহ্ণ“গাছ লাগান পরিবেশ বাঁচান”এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ৭নং ইউপি বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) যুহরের নামাজের পর আব্দুল মান্নান হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে গুমগুমিয়া, পাঞ্জারাই ও করগাঁও গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষরোপণ করা হয়।
উক্ত আলোচনা সভায় জাফর আহমেদ এর সভাপতিত্বে জাবেদুর রহমান এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহেদুর রহমান শিপন ও শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল। প্রধান মেহমান হিসেবে বক্তব্যে রাখেন ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- পাঞ্জারাই আল ইসলার সভাপতি সিরাজুল ইসলাম, ১নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মিজান, নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে বক্তব্যে রাখেন কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মাহফুজ, সাবেক কর্মী ক্বারী কামরুল ইসলাম, ক্বারী আল আমীন ও দরবেশ মিয়া। এছাড়া সমাপনী বক্তব্য রাখেন ৭নং ইউপির আঞ্চলিক শাখার সভাপতি জাফর আহমেদ।
এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, আব্দুল বাছিত, আসাদুর রহমান, শামিম আহমেদ, ফয়সল আহমেদ, জাবেদ মিয়া, বাবুল, রাজু, সাগর প্রমুখ।