নবীগঞ্জে আওয়ামীলীগের হামলায় ছাত্রদলের উজ্জ্বল গুরুতর আহত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২২, ১২:৫৪ পূর্বাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া গুরুতর আহত হয়েছে। আহত উজ্জ্বলকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ মে) দুপুরে নবীগঞ্জ শহরে নতুন বাজার মোড়ে হামলার ঘটনা ঘটে। আহত মোঃ উজ্জ্বল মিয়া নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের মোঃ ইমাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার নেতৃত্বে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট হতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার পয়েন্টে পৌঁছামাত্রই আগে থেকে উৎপেতে থাকা নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সহকারে একদল নেতাকর্মী দাড়ালো রামদা, লোহার রড, হকিস্টিক নিয়ে ছাত্রদলের মিছিলে অতর্কিতভাবে হামলা চালায়।
এসময় ছাত্রদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। হামলায় নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া গুরুতর আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সমীরণ দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলা কারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় সদস্য শেখ সুজাত বলেন- ছাত্রদলের নেতাকর্মীরা নবীগঞ্জ শহরে শান্তিপূর্ণ মিছিল করছিল, এরমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ ছাত্রদলের মিছিলে হামলা চালায়, এতে আমাদের ছাত্রদলের উজ্জ্বল গুরুতর আহত হয়েছে। তিনি বলেন- আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।
অভিযোগ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন- ছাত্রদলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কটাক্ষ করে অশ্লীল শ্লোগান দিয়ে মিছিল করছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিহত করে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন- ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীর মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষ পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

