নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, জেল-জরিমানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২০, ১:০৩ অপরাহ্ণনবীগঞ্জে ২৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জের শহরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দণ্ডাদেশ প্রাপ্ত ব্যবসায়ী নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের গুমজর আলীর পুত্র আব্দুল আলী।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, নবীগঞ্জ শহরের মাছ বাজার এলাকায় অবৈধ কারেন্ট জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আলী স্টোর নামক ওই দোকানের পেছনে তার নিজ বাসভবনে গোপনে কারেন্ট জাল রেখে গোপনে বিক্রি করে এমন তথ্য পাওয়া যায়। অভিযানে ওই দোকান থেকে প্রায় সাড়ে ১২ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। এমন অপরাধের দায়ে ওই ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। বাকি জালগুলো রাস্তার পাশে এক দোকান থেকে উদ্ধার করা হয়, অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দোকানদার। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।