নবীগঞ্জে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে অর্থদণ্ড

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ময়না মিয়া নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার প্রায় অর্ধশতাধিক স্থানে পরিবেশ আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল একটি চক্র । এনিয়ে সংবাদ প্রকাশিত হলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জড়িত ময়না মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার বলেন- ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড করি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পরিবেশ আইন রক্ষায় ও মাটি কাটা রোধে নিয়মিত মামলা দেয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।
