নবীগঞ্জের দিনারপুরে মক্তবে পড়তে গিয়ে ওস্তাদের ধর্ষণের শিকার
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মক্তবে পড়তে গিয়ে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তাহের (৩২) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
আবু তাহের (৩২) গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের একটি জামে মসজিদের ইমাম ও ওই গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় – গত বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মাহমদপুর গ্রামের জামে মসজিদে আরবি পড়তে যায় স্থানীয় এক জনৈক প্রতিবন্ধী শিশু। এক পর্যায়ে মসজিদের বাথরুমে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন মসজিদের ইমাম আবু তাহের। পরে ওই প্রতিবন্ধী শিশু বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে অবগত করে। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুউদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুক্তভোগী ওই কিশোরীর বক্তব্য গ্রহণ করেন। পরে রাতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আবু তাহেরকে আটক করেন।
শুক্রবার ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর পিতা অভিযুক্ত আবু তাহেরকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দুপুরে অভিযুক্ত আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন- এঘটনায় মামলা দায়ের করা হয়েছে, অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।