Logo

নবীগঞ্জের গজনাইপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জাগো নিউজ
জাগো নিউজ : মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

image_pdfimage_print

জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যের মূল্যবৃদ্ধি বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক বাজারে গজনাইপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলুর সভাপতিত্বে যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এলাইছের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, শিহাব আহমেদ চৌধুরী, মজিদুর রহমান মজিদ, সাহিদ আহমেদ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুজ্জামান চৌধুরী নোমান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজনাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মকসুদ চৌধুরী, বর্তমান সিনিয়র সহসভাপতি, কাওছার আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহ আমজদ আলী, সহ-সাধারণ সম্পাদক বাচচু আহমেদ, যুবদল নেতা ছাদিকুর রহমান ছাদিক, ছাত্রদল নেতা সাখাওয়াত চৌধুরী তায়েমসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বক্তব্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !