নবীগঞ্জের করোনা আপডেট: মোট আক্রান্ত ২৭, সুস্থ ১৮
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২০, ১২:৪৪ অপরাহ্ণনবীগঞ্জ উপজেলায় শিক্ষক, ব্যাংকার, স্বাস্থ্যকর্মী, শ্রমিকসহ মোট আক্রান্তের সংখ্যা ২৭। এর মধ্যে ১৮ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ পর্যন্ত১১ জন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ৬১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট ল্যাবে পাঠানো হয়েছে। নেগেটিভ রিপোর্ট এসেছে ৪৬৬ জনের ও পজিটিভ রিপোর্ট এসেছে ২৫ জনের।
এ ছাড়া পৃথক ২ ব্যক্তি তারা নবীগঞ্জের বাসিন্দা হলেও একজনে সিলেট ল্যাবে ও অপর জনে মৌলভীবাজারে গিয়ে নিজ উদ্যোগে পরীক্ষা করালে তাদের পজিটিভ রিপোর্ট আসে। সব মিলিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা- ২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।
এদিকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সোনালী ব্যাংক শাখার কর্মকর্তা ২ জন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কয়েক জন স্বাস্থ্য কর্মী, নারায়নগঞ্জ ফেরত গার্মেন্টস শ্রমিকসহ মোট ২৭জন । এর মধ্যে এক শিশুও রয়েছে।
জাগো নিউজের সাথে আলাপকালে তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
ভিডিও:
https://www.facebook.com/1399379547052812/posts/2719436181713802/