হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করে সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে প্রত্যন্ত অঞ্চালে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পৌঁছে দিতে বঙ্গবন্ধু কন্যা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। গ্রামীণ জনগোষ্ঠীর মানুষের ঘরে-ঘরে বর্তমান সরকার বিদ্যুৎ সেবা পৌঁছে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হচ্ছে আরও হবে।
সাংসদ বলেন- কুশিয়ারা নদীর ভাঙন রোধে নদী খনন ও বাঁধ নির্মাণ নিয়ে সংসদে বক্তব্য দিয়েছিলাম, প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত ভাবেও আলাপ করেছি, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন। এরই প্রেক্ষিতে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা প্রকল্প এর আওতায় নবীগঞ্জ উপজেলার বিজনা নদীর ২২ কিলোমিটার পুনঃখনন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এমপি মিলাদ গাজী বলেন- নদী পুনঃখনন কাজ বাস্তবায়িত হওয়ার পর এলাকার হাজার হাজার কৃষক উপকৃত হবেন। নদীতে বাড়বে পানি ধারণ ক্ষমতা। শুকনো মৌসুমে সেচের মাধ্যমে চাষাবাদ করতে পারবেন কৃষক। আবার বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রন হবে। ফলে বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে ফসল। এছাড়াও নদীতে বাড়বে মৎস্য আহরণ। এরফলে কৃষকরা অনেক উপকৃত হবেন
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামে বিজনা নদীর ২২ কিলোমিটার পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদারের সভাপতিত্বে ও পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কে এম জহিরুল হক, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হক, আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান, শামীম আহমেদ মহসীন, দীপন ধর, অয়তুন মিয়া, রাসেল শরীফ, সফিক মিয়া,সাদিক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আজহার পারভেজ, আজাদ মিয়া প্রমুখ।