হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে মোশারফ চৌধুরী (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার সকালে উপজেলার প্রতাপপুর এলাকার পার্শ্ববর্তী রত্না নদীতে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
এরপর থেকে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়েও তার কোনো খোঁজ পাচ্ছে না। এতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন তার স্বজনরা। নিখোঁজ মোশারফ চৌধুরী ওই গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, মাছ ধরার এক পর্যায়ে তিনি নৌকা থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মোশারফকে খোঁজা অব্যাহত রয়েছে। ডুবুরিরাও খোঁজ করছেন।