দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে নয়া ওসি’র মতবিনিময়

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ৪:১৬ অপরাহ্ণ
দোয়ারাবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. নাজির আলম বুধবার সকালে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন,পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এতে ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে।
নাজির আলম জানান, অফিসার ইনচার্জ হিসেবে প্রথম কর্মস্থল দোয়ারাবাজার থানা।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ করিম লিলু,সহসভাপতি আলাউদ্দিন,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাবিবউল্ল্যাহ হেলালী,সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ
