দেশের স্বার্থে উন্নয়নের প্রতীক নৌকার সাথেই থাকুন- এমপি আবু জাহির
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২১, ৩:০০ অপরাহ্ণদেশে এখনও করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়নি। আরও কিছু সময় লাগবে। সেজন্য দৈনন্দিন জীবনে সতর্কতার বিকল্প নেই। মানুষকে নিরাপদে রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবেও সবাইকে সচেতন হতে হবে। করোনা ভাইরাস থেকে দূরে থাকতে নিজে মাস্ক ব্যবহার করুন, অন্যকেও মাস্ক ব্যবহারে উৎসাহী করুন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির রোববার বিভিন্ন স্থানে অস্বচ্ছল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেছেন। চলমান শীত মৌসুমে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। এ কথা স্মরণে রেখেই জীবিকা নির্বাহ করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমরা বছরজুড়ে আপনাদের পাশে থাকি। অবকাঠামো উন্নয়নের সাথে সাথে অস্বচ্ছল মানুষদের সহযোগিতাও অব্যাহত আছে। এটা সম্ভব শুধু আওয়ামী লীগের মাধ্যমেই। নৌকা উন্নয়নের প্রতীক। বিএনপি সারাবছর জনবিচ্ছিন্ন থেকে নির্বাচন আসলে টাকার বিনিময়ে ভোট কিনতে চায়। তারা নির্বাচিত হলে জনগণের টাকা লুটপাট করে। এখন দেশের ধারা পরিবর্তন হয়েছে। মানুষজন বুঁঝতে পেরেছেন; শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগের বিকল্প নেই। তাই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে উন্নয়নের প্রতীক নৌকার সাথে থাকুন।
এমপি আবু জাহির সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর টাউন হল ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। পরে সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তৃতা করেছেন।
পৃথক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোত্তালিব, পৌর কাউন্সিলর মোঃ আলমগীর মিয়া, গৌতম কুমার রায়, আব্দুল আউয়াল মজনু, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।