রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে (ভিজিএফ) কর্মসূচির মাধ্যমে ১হাজার ২৫৩জন অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
সোমবার (১০ মে) দুপুরে উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ হাজার ২৫৩ জন অসহায় হত দরিদ্র নারী-পুরুষের মানুষের মাঝে ৪শত ৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুকিতসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।