‘দেওয়ান ফরিদ গাজী বহু গুণে গুণান্বিত ছিলেন’ – এমপি আবু জাহির
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২০, ৯:০১ অপরাহ্ণদেওয়ান ফরিদ গাজী সাহেব শুধুমাত্র সিলেট বিভাগের নয় তিনি ছিলেন সারা বাংলাদেশের আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবীদ ও বঙ্গবন্ধুর সহকর্মী। সিলেট বিভাগে আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। দেশ গঠনেও তিনি অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন একাধিক গুনে গুণান্বিত উনার মতো ব্যক্তি আর একজন হয়না। উনার চলে যাওয়া বাংলাদেশের আওয়ামী রাজনীতি, সিলেট বিভাগীয় ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের রাজনীতিতে একটি অপূরণীয় ক্ষতি। দেওয়ান ফরিদ গাজী সাহেব আমাদের সকলের মুরব্বি ছিলেন- আমারা উনার সন্তান সমতুল্য ছিলাম। দেওয়ান ফরিদ গাজী সাহেব হবিগঞ্জ জেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে বিভিন্ন সময় দিক-নির্দেশনা দিয়েছেন। তাঁর দশম মৃত্যু বার্ষিকীতে রূহের মাগফেরাত কামনা করছি।
সভাপতি:- হবিগঞ্জ জেলা আওয়ামীলীলীগ।
সংসদ সদস্য: হবিগঞ্জ-৩ আসন।