Logo

দুই ইউনিয়নে সরকারি সহায়তা বিতরণ করেছেন এমপি আবু জাহির

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : শুক্রবার, অক্টোবর ২, ২০২০

image_pdfimage_print

করোনা পরিস্থিতি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ও রিচি ইউনিয়নে আরো ১ হাজার ২০০ অস্বচ্ছল মানুষের মাঝে সরকারি সাধারণ সহায়তার (জিআর) চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন।

এ সময় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আলী ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানুষের পাশে থেকেছে। আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছি। যা এখনও অব্যাহত রয়েছে। আগামী শীতকে সামনে রেখে করোনা পরিস্থিতি মোকাবিলায় সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !