দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৭:১১ অপরাহ্ণনবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের
দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২০২২ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
আজ বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: আলী আহমদ । সহকারী শিক্ষক মাওলানা মো: অলি আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আহমেদ মহসীন , ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ খায়রুল ইসলাম , ৬ নং ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম জয় মিয়া, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ মনসুর আলম, বিশিষ্ট ক্রীড়া প্রেমি জনাব ডি এস বি মোহাইমিন চৌধুরী বাবু, মো: সামছুদ্দিন জনি, সাদেক আহমেদ, সাংবাদিক মো: আশরাফুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মো: তমাল আহমেদ, শেখ জাবেদ আহমদ, মোঃ মান্না আহমদ, মোঃ কিবরিয়া, মোঃ উজ্জ্বল আহমদ, শাকিরা স্যামলী, মোছাঃ তাহমিনা আক্তার সহ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলাকার মুরুব্বিয়ান । দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুল থেকে ২০২২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৯ জন শিক্ষার্থী এতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন ৬ শিক্ষার্থী। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত এবং মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪০ টি ইভেন্টে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শামীম আহমদ মহসিন, ডি এস বি মোহাইমিন চৌধুরী বাবু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য প্রত্যেক বছর ” দি মডার্ন কে জি এন্ড প্রি-ক্যাডেট স্কুল ” থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে ছাত্র ছাত্রীরা ২০১৬ সালে ২টি ট্যালেন্টপুল, ২০১৭ সালে ৩টি ট্যালেন্টপুল, ২০১৮ সালে ৫টি ট্যালেন্টপুল ও ২টি সাধারণ বৃত্তি, ২০১৯ সালে ৮টি ট্যালেন্টপুল এবং ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৩ নং পানিউমদা ইউনিয়ন থেকে মোট ৯ জন ট্যালেন্টপুলে বৃত্তি পায় এর মধ্যে পানিউমদা ” দি মডার্ন কে জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলেই” পেয়েছে ৬টি ট্যালেন্টপুল বৃত্তি।।