দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৪, ২:৩৮ পূর্বাহ্ণ
ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ২০২০ ব্যাচের দেশ ও প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের অর্থায়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার, দিনারপুর কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোশারফ আলী মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এম এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীসহ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

