দিনারপুরে মসজিদ ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২২, ১১:০৭ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদ ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দিনব্যাপী দেবপাড়া পারুল কমিউনিটি সেন্টারে দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি- মোশাহিদ চৌধুরীর সভাপতিত্বে ও মুজাহিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আবুল খায়ের, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী খান, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিউল আলম বজলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এম.এ মুহিত, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন খান, ইউপি সদস্য জাহেদ আহমেদ চৌধুরী, জুবায়ের আহমেদ ।
বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য আব্দুল কাইয়ুম, হাফেজ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মোনাঈম খান। দিনব্যাপী এই প্রতিযোগিতায় দিনারপুর অঞ্চলের বিভিন্ন মসজিদের মকতবের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ২৫ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও প্রায় ৭০টি মসজিদের খতিবদের নগদ অর্থ প্রদান করা হয়।