হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম।
বৃহস্পতিবার বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে সদ্য নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম।
এসময় মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার দায়িত্ব পালনে তিনি বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমের সহযোগিতা কামনা করেন। এছাড়া হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তরিতের লক্ষ্যে তাঁর সহযোগীতা কামনা করেন। এ সময় যুবলীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।