দক্ষিণ সুনামগঞ্জে বিনামূল্যে গভীর নলকূপ স্থাপন কর্মসূচির উদ্বোধন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৩:২৬ অপরাহ্ণ দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) এর অর্থায়নে ও রুরাল পভার্টি ওয়েলফেয়ার সোসাইটি(আরপিডব্লিউএস) এর বাস্তবায়নে বিনামূল্যে গভীর নলকূপ স্থাপন কর্মসূচির উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ আগস্ট) সকালে উপজেলার সদরপুরস্থ আরপিডব্লিউএস এর কার্যালয়ে আরপিডব্লিউএস’র প্রধান নির্বাহী মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও হিসাব রক্ষক মহামায়া বাগচীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, ইউপি সদস্য আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিদর্শক ডাঃ তরুণ কান্তি দেবসহ প্রমুখ।