দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও করোনা আক্রান্ত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ৪:২৬ অপরাহ্ণসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী(৩৪) ও তার স্বামী(৩৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপিত পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে বলে সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
তিনি জানান, জ্বরসহ করোনার উপসর্গ শরীরে থাকায় গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হলে আজ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। বর্তমানে তিনি তাঁর সরকারি বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।