তাহিরপুর হানাদার মুক্তি দিবস পালিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২০, ৭:২২ অপরাহ্ণসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হানাদার মুক্তি দিবস উপলক্ষে আলোচনা অনুষ্টিত হয়েছে। এ-উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
সভায় উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধা সন্তান এম কে খসরু ওয়াহিদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম,আব্দুস শহীদ,উপজেলা কৃষি অফিস হাসান উদ দোলা,উপজেলা আ,লীগের যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠানিক সম্পাদক আলমগীর খোকন,ছাত্রলীগ সভাপতি আবুল বাসার প্রমুখ। এসময় উপজেলার ৭টি ইউনিয়নের মুক্তিযুদ্ধাগন উপস্থিত ছিলেন।