ময়না রে, ব্যাচেলর, কেউ নেই- এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা তরুণদের জনপ্রিয় ব্যান্ডদল ‘কুঁড়েঘর’। এই ব্যান্ডের ভোকাল তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তাশরিফ খান একের এক গান গেয়ে শ্রোতামহলে বেশ সাড়া ফেলছেন।
এবার ‘নারীদের অধিকারে গাইবো’ শিরোনামের একটি গান উপহার দিয়েছেন শ্রোতাদের। ‘দেখতে নারীর মতো কিন্তু মানুষ ত! তবে কেন অন্যায় দৃষ্টি’ ক্যাপশন দিয়ে গানটি রিলজের পর ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গানের সুর ও কন্ঠ দিয়েছে তাশরিফ খান নিজেই।
গানটি লিখেছেন তানভীর সিদ্দিকী ও সংগীত আয়োজনে তানজীব খান।
গতকাল গানটি কুঁড়েঘরের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও তাশরিফ খানের ফেসবুক পেজ থেকে আপলোড করার পরই ভাইরাল হয়।
আগেও তাশরীফের কন্ঠে বেশ কয়েকটি গান সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করেছে।
ধর্ষণ ও নারী নির্যাতন রোধে বিস্ফোরক হিসেবে লেখা হয়েছে এই গানের একেকটি লাইন।
উল্লেখ্য, তাশরিফ ও তার ব্যান্ড দলটি দেশে ও দেশের বাইরে শতাধিক কনসার্টে দর্শক মাতিয়েছেন। গানের কথার জন্য কখনও রেললাইনে, কখনও বস্তিতে আবার কখনও বৃদ্ধাশ্রমে সময় দিয়েছেন তারা। শীতার্তদের জন্য গান গেয়ে অর্থ সংগ্রহও করেছেন এই ব্যান্ডের সদস্যরা।