তামিমের লাইভে যুক্ত হবেন ওয়াসিম আকরাম
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২০, ৮:১৫ পূর্বাহ্ণসোমবার বিরাট কোহলির সঙ্গে আড্ডাটি ছিল সংক্ষিপ্ত। তবে মঙ্গলবারের আড্ডা নিয়ে তামিম শেষ দিকে বলেছেন, ‘পরের পর্ব আমরা আরও বড় করার চেষ্টা করবো।’ তার পরেই চমকটা ঘোষণা করেন তিনি, ‘মঙ্গলবার আপনাদের জন্য ছোট সারপ্রাইজ থাকবে। তবে এটি ছোট নয়, বলতে গেলে বড়। আমাদের সঙ্গে থাকবেন খালেদ মাসুদ, মিনহাজুল আবেদীন ও আকরাম খান। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।’
আকরামকে আনার ব্যাখ্যায় তামিম জানিয়েছেন, ‘অনেক স্থানীয় কোচ বলেছিলেন, আমি যদি ওয়াসিম আকরামের সঙ্গে কথা বলতে পারি, তাহলে তারা বোলিংয়ের কিছু টিপস সম্পর্কে জানতে পারবে।’
এই লাইভ আড্ডাটি তামিম শুরুটা করেছিলেন মুশফিকুর রহিমের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভ দিয়ে। এরপর একে একে মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নাসির হোসেনের পর সাবেক তিন অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনদের নিয়ে ফেসবুকে লাইভ করেছেন।
গত শনিবার তামিমের সঙ্গে লাইভ আড্ডায় এসেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ব্যাটসম্যান লিটন দাস, সৌম্য সরকার ও স্পিনার তাইজুল ইসলাম। সোমবারের আগে দুই বিদেশি ক্রিকেটার ফাফ ডু প্লেসি ও রোহিত শর্মাও এসেছিলেন।