Logo

টিকিট সঙ্কট : সিলেট বিমান অফিসের সামনে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বুধবার, আগস্ট ১২, ২০২০

image_pdfimage_print

বাংলাদেশে বিমানের টিকিট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়েছেন দুবাই প্রবাসীরা। তারা আজ বুধবার সিলেট বিমান অফিসে গিয়ে টিকিট বুকিং করতে না পেরে অফিসের সামনেই বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় হাজার দুবাই প্রবাসী অফিসের সামনে বিক্ষোভ করছেন।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা ফ্লাইট খোলার পর থেকে টিকিট বুকিং দিতে সিলেট মজুমদারিস্থ বিমান অফিসে ভিড় জমাতে থাকেন। আজও সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় হাজার প্রবাসী টিকিট কনফার্ম করতে বিমান অফিসে যান। কিন্তু আগামী ৩০ তারিখ পর্যন্ত দুবাইগামী বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। এ খবর পেয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং সকাল সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন।

ঘণ্টাখানেক পর এসএমপির এয়ারপোর্ট থানাপুলিশ এসে অবরোধ তুলে দিলেও তারা বিমান অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এ বিষয়ে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার সিলেটভিউ-কে বলেন, বাংলাদেশে বিমানের টিকিট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখে দিচ্ছি, যখনই টিকিট অ্যাভেলেবল তাদেরকে মেসেজ দেয়া হবে।

তিনি বলেন, তাদেরকে পরিস্থিতি বুঝিয়ে বলা হচ্ছে এবং এ বিষয়ে আমরা সকাল থেকেই কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !