Logo
শিরোনাম :
নবীগঞ্জে পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন করিম চৌধুরী বানিয়াচংয়ে এক গৃহবধুর লাশ ফেলে পালানোর সময় যুবক আটক নিং চেন নাকি বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নার্স! সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক আর নেই ভাল নেই হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার ছোট্ট শিশুরা গ্রীসে নবীগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা নবীগঞ্জে জাতীয় পার্টির উদ্যেগে উপজেলা দিবস পালিত দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি নেতা বাবুল চৌধুরীর শুভেচ্ছা বাণী জোড়া খুনের রহস্য উদঘাটন: ‘উচিত শিক্ষা দিতে গিয়ে পাল্টাপাল্টি খুন’ আজমিরীগঞ্জে পূজায় বরাদ্দ সরকারি চাল গুদামে রেখেই পূজা উদযাপন কমিটির নেতার বাণিজ্য

জুলাইয়ের শেষ পর্যন্ত থাকবে বন্যা

স্টাফ করেসপন্ডেন্ট / ১৫৮ বার পঠিত
জাগো নিউজ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

ব্রহ্মপুত্র-যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে আগস্টের প্রথম সপ্তাহে বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হতে পারে। গঙ্গা-পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ২৭ জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর ঢাকার আশপাশে ৩০ জুলাই পর্যন্ত বন্যা স্থায়ী হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ১০ দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়তে পারে। ২৬ জুলাই নাগাদ এ নদীর পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ফলে ২৬ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। চলমান বন্যা পরিস্থিতি জুলাইয়ের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগস্টের প্রথম সপ্তাহে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্ট ও শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ২৭ জুলাইয়ের পর ক্রমান্বয়ে এসব জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

ঢাকার চারপাশের নদীগুলোর পানি বাড়তে পারে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি বাড়তে পারে, যার ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী সাতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডেমরা পয়েন্টে বালু নদী, মিরপুর পয়েন্টে তুরাগ নদী ও রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !