নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবীগঞ্জ থানার নবাগত ওসির মতবিনিময় অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি মো. আজিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার নবীগঞ্জ থানার আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন- সদ্য বিদায়ী ওসি আজিজুর রহমান ছিলেন- মানবিক পুলিশ কর্মকর্তা। মামলা গ্রহণ না করে বিভিন্ন জটিল ও কঠিন সমস্যা সমাধান করেছেন শালিস বিচারের মাধ্যমে। এর ফলে থানায় মামলার হার বিগত সময়ের চেয়ে অনেক কমে এসেছে। দায়িত্ব পালনকালে একাধিক হত্যাকা-সহ অনেক জটিল মামলার রহস্য উদঘাটন করেছেন স্বল্প সময়ের মাঝে।
‘পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে অসুস্থ শরীর নিয়েও সার্বক্ষণিক মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। ‘জনতার ওসি’ হিসেবে আপামর জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন সদ্য বিদায়ী ওসি আজিজুর রহমান। বক্তব্যে বক্তারা আরও বলেন- ওসি আজিজুর রহমানের বিদায়ে নিরব কান্না কাঁদছে নবীগঞ্জবাসী। তাঁর কর্মকাণ্ডের মাধ্যমেই আজীবন সাধারণ মানুষের মনের মনি কোঠায় স্বরণীয় হয়ে থাকবেন তিনি।
উল্লেখ্য- নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি মো. আজিজুর রহমানকে সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। ওসি মো. আজিজুর রহমান ২০১৯ সালের ১৮ অক্টোবর তিনি নবীগঞ্জ থানায় যোগদান করেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।