সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী মনোনিত প্রার্থী মিজানুর রশিদ ভূইয়া ৬১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার ভোটগননা শেষে মিজানুর রশিদ ভূইয়াকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
শনিবার (১০,১০,২০২০) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমে নির্বাচনের রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার মিজানুর রশিদ ভূইয়াকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। তিনি জানান,নৌকা প্রতীকে মিজানুর রশিদ ভূইয়া পেয়েছেন ৬১৬৭ ভোট।
নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন জগ প্রতীকে ৩৬৩৭ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপির প্রার্থী রাজু আহমেদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৩৩৪।
নির্বাচনে পৌর নির্বাচনে ১১টি কেন্দ্রে ২৮ হাজার ৫৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৩৩৮ নারী ভোটার ১৪,২২১ জন। সার্বিক দায়িত্বে আছেন ১০জন ম্যাজিষ্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১জন, সহকারী প্রিসাইডিং ৭২ জন, পুলিং কর্মকর্তা ১৪৪ জনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের বিশেষ টিম নির্বাচনী মাঠে ছিল।