চেয়ারম্যান জাবিদ আলীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২০, ২:৫২ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) ১ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর উনার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যের উদ্যোগে সদরঘাট মাঝপাড়া নদীর পাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশবাসীর কাছে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া চান তাঁর সন্তান শাহরিয়ার নাদির সুমন।
২০১৯ সালের ১৭ জুলাই সকাল ৭টা ৪০মিনিটের সময় ইন্তেকাল করেন। তিনি প্রথম চেয়ারম্যান হিসেবে ২০১১ সালের নির্বাচনে নির্বাচিত হন। এবং পরবর্তী ২০১৬ সালের নির্বাচনে জনগণের ভালোবাসায় পূনরায় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হন। দ্বিতীয় ধাপে নির্বাচিত হওয়ার প্রায় ৪বছর পর ২০১৯ সালের এই দিনে (১৭জুলাই ২০১৯) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
