(১৪ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলা কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষণা করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. সাদেকুল ইসলাম ।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রের ৪৬ টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রেই ছিল ভোটারদের প্রচুর উপস্থিতি। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। সার্বক্ষণিক টহল দিয়েছে র্যাব ও বিজিবি সদস্যরা। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই এলকায় মোট ভোটার ১৪ হাজার ৪০২ ভোটারের মধ্যে ১০ হাজার ৮৮৭ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, চুনারুঘাট পৌরসভা প্রতিষ্ঠাকালীন থেকে এ পৌরসভার মেয়র পদটি বিএনপির দখলে ছিল। ১৬ বছর পরে নৌকার প্রার্থী মো. সাইফুল আলম রুবেল বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন।