চুনারুঘাটে মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান : জরিমানা আদায়
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ৪:৩১ অপরাহ্ণকরোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে বাধ্য করা এবং এ নিয়ে সচেতনতা বাড়াতে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে মাস্ক পরিধান নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করেছে চুনারুঘাটের প্রশাসন।
সোমবার(১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাটে মাস্ক পরিধান করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা ও মধ্য বাজার যানজট মুক্ত রাখতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম।
এ সময় মাস্ক পরিধান না করে ব্যবসা পরিচালনা না করার জন্য ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মধ্য বাজারসহ সড়কে যথাযথ গাড়ি পার্কিং করা জন্য একটি যাত্রীবাহী বাসসহ ৮টি অটোরিকশা সিএনজি আটক করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল- ‘জাগো নিউজ’কে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।